রূপের খাতা



শুধু তোমার জন্য

রূপ গঙ্গোপাধ্যায়

——————-

চলো 
এবার আগুন জ্বালি
এ ফাগুনে 

তাকে চিনি না 
জানি না 
তবু মন তাকে চায়

সহজ কথা 
সহজ ভাষায় 
ভালোবাসা

এক পা হাঁটলে 
অনেকটা হাঁটা যায় 
তুমি চাইলে

তোমারও কি আগুন জ্বলে 
মনের ভেতর আমার মত 
এ বসন্তে...

০৩/০৩/২০২৪

One response to “রূপের খাতা”

  1. Amit Avatar
    Amit

    Darun laglo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বন্ধন

———————

 যদি হারিয়ে যাই তো 
 যেতে দিও। 
 বেঁধে রাখার মত শক্ত দড়ি
 মানুষ আজও সৃষ্টি করতে পারেনি। 

 শুধু বলি 
 ভালো থেকো।

 বাঁধতে চেও না। 
 যে যেতে চায় 
 তাকে যেতে দাও।

 সময় এলে তো ফুরিয়ে যেতেই হবে। 

 তফাৎ শুধু 
 আজ কিংবা কাল বা পরশু।

 রূপের খাতা
 ০২/০৩/২০২৪

One response to “রূপের খাতা”

  1. Amit Avatar
    Amit

    Darun laglo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ঝরা পাতা

————–

কথা বলা হয় না 
একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকি 

সময় বয়ে যায় 
সবই অতীতের খাতায় জমা হয়

ভবিষ্যৎ-টা গোছাতে ভুলে গেছি 
তাই অস্পষ্ট
থমকে থাকে  দুয়ারে

জীবনের এই অবেলায়
তবু রং মাখতে চায় এ মন

কেন
বুঝি না 
বারবার তোমাকে সাজাতে ইচ্ছে হয়

রূপের খাতা
০১/০৩/২০২৪

One response to “রূপের খাতা”

  1. Amit Avatar
    Amit

    Darun laglo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জানো তো বসন্ত

---------------------
জানো তো বসন্ত 
তুমি যখন আসো 
তোমার হাত ধরেই 
যেন মনের ভেতর ঘুমিয়ে থাকা ভালোবাসাটা 
জেগে ওঠে

শরীরে শিহরণ জাগে
আধ খাওয়া চাঁদটার  নীলচে আলোয় 
ভেসে থাকতে থাকতে 
তোমাকে চুম্বন করি

এ এক নেশা।

পিপাসামগ্ন ঠোঁট তোমার অপেক্ষাতেই 
তো ছিল
একবারটির জন্য তাকে বুঝলে না! 
শুধু নিজে নিজে আগুন ধরালে 
মনে আর শরীরে...
কেন বলো!

এই হৃদয় তো কবেই দুয়ার খুলে দিয়েছে 
তোমার জন্য...

একবারও বুঝলে না তা, 
নাকি অভিমান তোমার...!

তাই কি দুয়ারেই দাঁড়িয়ে থাকো, 
ভেতরে প্রবেশ করতে দ্বিধাবোধ হয়...!

যদি পারো তো, 
সব অভিমান ভুলে 
কাছে এসো...

অবসান হোক এতদিনের প্রতীক্ষার...

রূপের খাতা
২৯/০২/২০২৪

One response to “রূপের খাতা”

  1. Amit Avatar
    Amit

    Darun laglo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা

রূপ গঙ্গোপাধ্যায়

যেটুকু 
তোমাকে লিখি 
সে আর কি!
দু-এক পশলা বৃষ্টির মত 
ভিজিয়ে দিয়ে যায় এ চঞ্চল মনকে...

একটু শান্ত হয় বৈকি 
তবে 
উষ্ণতা হারায় শরীর...

ইচ্ছে করে ধরে রাখতে 
পারি না

নিজেকে নিজেই উলঙ্গ করে দিই 
তোমাকে কাছে পেতে...

এক অজানা আনন্দের শিহরণ 
বয়ে যায় শরীরে...

আবারো তোড়জোড় শুরু করি
তোমাকে কাছে পাবার জন্য

তুমি বোঝ কি তা...

One thought on “রূপের খাতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *